Monday, July 30, 2018

খুচরো দার্জিলিং ১

দার্জিলিং এ গিয়ে থাকা একদিকে. আর সময়ে, অসময়ে এমনকি চরম দুঃসময়ে ( যেমন অফিস এ মিটিং চলছে) দার্জিলিং এ কাটিয়ে আসা সময় নিয়ে জাবর কাটা অন্যদিকে.

দিন পাঁচেকের জন্য গিয়েছিলাম. রোজ রাত্রে প্রায় এক ঘন্টার গান, নাচ, বকা, কান্না, ইত্যাদির পরে ( মানে কন্যারত্নের ডিনার করার পরে) বাপ্ মেয়ের একটা মজার রুটিন ছিল.

হোটেলের জানলা দিয়ে যে একচিলতে পাহাড় আর তার আলো দেখা যেত সেইটা দেখা. আর জানলার কাঁচে নাক ঠেকিয়ে দেখতে দেখতে বাস্প জমে গেলে সেইটা পরিষ্কার করার সময় ফ্যাক ফ্যাক করে হাসা.

কত কিছু ভুলে যাই, এইগুলো ঠিক মনে থাকে .